Sanjay Karmakar
tdrpeonSso7mu22iug7u4281l140u1498hh0mlf0fcu5ac24h7lfl6lc76t8·

সুখ কী আর রইতে মোরা হদ্দ বোকার দল ভারি
চল রে হরি লাটাই ঘুড়ি চালাই মোরা ছল চাতুরী।।
ও সব কবি কইতে রবে
ধন গুটায়ে সইতে হবে,
মার কাটারি বোঁচকা ভরি-সেই সাগরে ভেড়াই তরী।।