Sanjay Karmakar
·
(এই বাঙালির)
গর্ব ছিল আকাশ ছোঁয়া
বিশ্বে ছিল মান-
দেশ ও প্রবাস গরব তার ওই
মুজিব সে তার গান।
যার মান-এ দেশ প্রস্ফুটিত
উচ্চে ছিল শির-
চব্বিশে আজ উলট পুরাণ
গাইছে সুধী বীর!!
হাজার তারার একটি তারা
যার দিশাতে চলা,
তর্জনীর ঐ এক ঈশারায়
দেশ স্বাধীনের পালা,
যার ডাকে দেশ মুক্তি সেনা
মা বোনেরা শত,
লক্ষ নিজুত নামলো পথে
(লয়ে) স্বাধীনতার ব্রত।।
সেই তো আজি ব্রাত্য দেখি
ভগ্ন দেউল তার-
ঘৃণায় সমাজ বিশ্ব জনায়
জানায় ধিক্কার।