Sanjay Karmakar
  ·
চলুন তা'লে তলে তলে মাঙতে থাকি কড়ি
একটা ছালা আমায় দিবেন গা'য়েই নিব পড়ি,
আরটা যেটা আধেক ছেঁড়া আপনি দিবেন গা'য়ে
দুহাত ফেলায় ভিক্ষা পেশায় চলেন ঘুরি গাঁ'য়ে।

হ্যা রে দাদা কেমন হাঁদা হলাম মোরা দুই
তোর আঙুলে আঙটি সোনার ভুলেই গেলি তুই!!
সেইটা দেখে দামটা মেপে ধরলো মোদের চাল
দু চার দিল আমায় বসায় তোর ছাড়ালো ছাল।।

ছালের তলে বদন তোর ঐ-বেশ তো দাদা খাসা
ছাল ছাড়ানো বদন নিয়েই চল রে ফিরি বাসা।।
গাঁ এর পথে নয় রে দাদা দেশের পথ ওই ধরি
ওটাই বেচে না হয় মোরা দালান সালান করি।।