Sanjay Karmakar
Top Contributor
· ·
দেহ সে তো পথের ধূল বিষয় আসয় ধন
বৃথা নহে বাঁচতে জীবন ভীষণ প্রয়োজন।
কিন্তু অহং যাহার ভরঙ মত্ত অহংকারে
সব ওই বৃথা ধূলেই মেশে ব্যার্থ জীবন গোড়ে!!
দান প্রতিদান শিষ্টাচারে জীবন ধারণ যে জন করে
নাই বা মানিক রতন তাহার নাই বা রো'ল ঘরে-
প্রতাপ নহে প্রীতির বাঁধন বোধদয়েই প্রাণ
সে জন মানুষ মর্ম তাহার নয় কো খাটো মান।
এই পৃথিবী উদার আকাশ সূর্য গ্রহ তারা
স্নেহের আকর জড়ায় জীবন মহৎ গড়ে ধরা।
জন্ম যথায় মৃত্যু তথায় মাঝ দরিয়া ব্যাকুল সবে
ধন আর বিষয় বিত্ত নেষায়-লইতে কি আর তথায় পাবে!!
কালের গতি তড়িৎ অতি এক লহামার প্রাণ
তুচ্ছ সে কাল গড়তে সাধু আজ ওই করো পণ।।
অহং বোধে লিপ্ত হ'লে পরোকাস্তার যপে
পঙ্কে তাহার ডুববে তরী জাহান্নমের পাপে।।
দেহ সে তো পথের ধূল বিষয় আসয় ধন
বৃথা নহে বাঁচতে জীবন ভীষণ প্রয়োজন।
কিন্তু অহং যাহার ভরঙ মত্ত অহংকারে
সব ওই বৃথা ধূলেই মেশে ব্যার্থ জীবন গোড়ে!!