Sanjay Karmakar
6 hours ago
  ·
এবার খাবার তার উপরেও দৃষ্টি কবির গেছে হরি
ব্যথায় ব্যথায় ঘায়েল কবি কাব্য কথায় ঘোরান ছড়ি!!
অভাগাদের কপাল ফুটা
খাক না ওরা মোদের ঝুটা,
যা ফেলে দি নালার ধারে-রোজ গামলা বালটি ধরি।।

তাও বলে কি কিছুই নাকি দেই না মোরা ওদের তরে
ক্ষিদার জ্বালায় বলছে কবি ওরা নাকি নিত্য মরে।।
ঐ তো কুকুর নালার ধারে
ছাওয়াল পাওয়াল তার ওই পরে,
সারমেও তা্র নিচ্ছে আহার- খাচ্ছে ওরা তাড়িয়ে তারে।।

কতোই আহার নিত্য খাওয়াই-এর বেশি তার আর কি চাই!!
বাসি পচা হলেও কি যায়-পাক তো ছিল শুদ্ধ রে ভাই।।
দাতা মোরা কর্ণ সমান
নালার ধারেই তার ওই প্রমান,
এর পরে আর কাব্য কথায়-বলবে কি ভাই যাচ্ছেতাই।।