Sanjay Karmakar
Top Contributor
·
2 days ago
·
দ্যাখ তো হরি কইসে কি তা
ছাতার মাথা;
দান দিতি কয় দয়াল হৃদয়
আজ দিনে যা ব্রাত্য হেথা!!
আমরা চ'লি লাশের প'রে
টান দিয়ে লই নিজের ঘরে।
ওরা কবি কইতে রবে
এ কান হতি ও কান হবে,
এ সব ভুলে চাল চালিয়াত-
মুখেই থাকুক হরে হরে!!