মহামান্য এডমিন মহাশয়
এ আসরে কবিতা পাঠ বা লিখবার জন্য ঢুকলেই এমন সব বীভৎস এড জবরদস্তি দেখতেই হয় যে হৃদয় কেঁপে ওঠে। সহানুভূতি, তা অবশ্যই আছে তবে এ ধরণের দৃশ্য দেখবার মত দৃষ্টি বা মন বা শক্তি নাই অনেকেরই। একবার হয় তো আলাদা কিন্তু প্রতিটি কবিতা পাঠ করতে গেলে বারে বারেই উপরে আর নিচে বারবার দৃশ্যগুলি দেখানো হয়। এ কারণেই আসরে আমার একটিভিটি অনেকটাই কমে গেছে। ইচ্ছা করে না আর আসরে প্রবেশ করতে। মহামান্য এডমিন মহাশয়ের কাছে বিনম্র নিবেদন এ ব্যাপারটি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিচার করে দ্রুত যথাযত ব্যবস্থা করিয়া বাধিত করিবেন।
নিবেদনান্তে
সঞ্জয় কর্মকার