একটি আমেরিকান ফোরামে বেশ কয়েক দিন হল জয়েন করেছি। ইংরাজি কবিতা সেখানে প্রকাশ দিচ্ছি। এ ব্যাপারটা এখানে কেন অবতারণা করলাম সেটা বলছি। সেখানে কমেন্ট শো করে না শুধু কতবার কবিতা পাঠ করা হল সেটা শো করে। কাজেই কমেন্টের প্রতিযোগিতা সেখানে হয় না। এখানেও কি সেরকম সিস্টেম চালু করা যায় না? কমেন্টে আর তার সংখ্যার প্রতিযোগিতা নাই বা থাকলো। ব্যক্তিগতভাবে আমি কমেটের সংখ্যা বাড়াতে অনাগ্রাহী আর সেজন্য কমেন্টের উত্তর দিয়ে কমেন্টের সংখ্যা বাড়াই না। তাছাড়াও, কমেন্ট দিতে গিয়ে কবিতা পাঠ করে নিজের সময় সাম্মানিক ব্যতিরেকে ক্ষয় করবো আর শ'য়ে শ'য়ে কবিতা পাঠে কমেন্ট দিতে গিয়ে বিড়ম্বনার সম্মুখীন হব এটা কি মানবিক! শ'য়ে শ'য়ে কবিতার কমেন্ট দিলে এক ধরনের কমেন্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। যারা কপি পেষ্ট করে তাদের সাজা দেবার নিমিত্তে নিরপরাধী কেন সাজা পাবে? মাননীয় এডমিন মহাশয়ের কাছে আমার বিনম্র আবেদন রইল এ ব্যাপারটা ভেবে দেখবার জন্য। ইংলিশ ফোরামঃ www.poetrysoup.com , দেখে নিতে পারেন সত্যতা জানবার জন্যে। ধন্যবাদান্তে সঞ্জয় কর্মকার।
(সংযোজনঃ লেখাটি পাঠ করে মনে হতে পারে যে আমি কমেন্ট সিস্টেম তুলে দিতে বলেছি এবং সবারই তাই মনে হয়েছে। আসলে আমি আসরে কবিতার পাশে মন্তব্যের যে সংখ্যাটি দেখায় সে ব্যাপারটাই বলতে চেয়েছি, সেখানে কমেন্টের সংখ্যা না দেখিয়ে কতবার কবিতাটি পাঠিত হয়েছে তা দেখাবার অনুরোধ জানিয়েছি। ধন্যবাদ, শুভকামনা।)