Sanjay Karmakar
dnoepotsSr3m8gh3livb035M1aif1116Ni1glhoAmu30rm7e
76it4:55e  ·

পাশের বাড়ি কড়াই হাঁড়ি পোস্ত ইলিশ খান
আর বাড়িতে চচ্চড়ি শাক গন্ধ নাকে পান।।
আধেক খাবার আধেক ঘ্রাণে
খুশির হাওয়া বইছে প্রাণে,
পকেট নরম হলোই কিবা-ধরেন সুখের গান।।

ধরার পরে তার খপ্পরে-কাহিল খুড়োর হাল
খুড়ি তো বেশ খোশ মেজাজে খুড়োর হলো কাল।।
বাসন মাজা কাপড় ধোয়া
রসুই ঘরের ঝঁঝাল ধোয়া,
খুড়ি ঘোরান ছড়ির ডগা খুড়োর ছাড়ান ছাল।।

দুই হাত ভাই তাল ঠুকতে বলছে কবি জোর গলা
অ রে হরি আমরা চুরি-ওরা কেনই কামায় মেলা!!
দোষ তো কিছুই নাই রে হরি
চল তো কবির চরণ ধরি,
আজ হতে পাপ বোধের বালাই-ওসব মিছাই দেখাই কলা।।

ভক্তি না হয় শক্তি রে ভাই নেতার করতলে
পিছের গালি সব ভুলে যায় ন্যাতায় পদতলে।।
রস যদি গড় গড়ায় কিছু
সে রস পেতে নেতার লিছু,
কেউ কেউ ফেউ মিলেই কপাল-চটি চাটার ফলে।