Sanjay Karmakar
·
ব্যাঙ ব্যাঙানি
ঘ্যাঙর ঘ্যাঙ ব্যাঙের ঠ্যাং মেঘলা বাদল কাশে
থপ থপ থপ লাফিয়ে বেড়ায় বর্ষাতির ওই আশে।।
ব্যাং বলে ঘ্যাঙ আন রে ছাতা
ব্যাঙানির ওই ঘুরায় মাথা,
ব্যাঙ ব্যাঙানি কেঁদেই সারা-বাদল নেমে আসে।।
পড়সে ধরা
পড়সে ধরা ঘাটের মরা হারাধনের ছেলে
থাকবি ক'দিন!! লুকিয়ে বেড়ায় যাবিই যাবি জেলে।।
চোর তো চুরি হর হামেশা
গৃহস্থের ওই রঙ তামাসা,
দেখতে পাবি একটি দিনেই ধরতে তোদের পেলে।।
জেলে জেলে।।
চোর শালা জনগন
নেতা চোর কেতা চোর-চোর শালা জনগন
ভোট এলে সবই জেনে চোরেরেই ঠাপা দেন!!
চোর চুরি করে ফাঁক
কবি করে হাঁকফাক,
দিনে রাতে কাঁদা ছুঁড়ে-করে শুধু প্যান প্যান।
ধন্য তনয়া
বঙ্গের রঙ লাল ও সবুজে-রয়েছে কতই স্মৃতি
তার সে সেনানী সেলাম তোমায়, সন্তান তব কৃতি।।
দখিনা মলয় এলো সে আলয় পরম তোমার ধন
ধন্য তনয়া ধন্য এ দেশ জানায় তোমায় সেলাম।।
সত্য কথা
সত্য কথা কইছি বাপু রেগে গেলে চলবে নাহ
কি আর হবে ফাঁস লাগালে কাঁদবে স্বজন আর কেহ!!
দুদিন গেলেই ভুলবে সখী
নিত্য উড়াল দিবেই পাখি,
তার চেয়ে ভালো বাতিক ছাড়ো সুস্থ সবল করো দেহ।।
কর্মে মতি মনটি দিয়ে সামলে চলো আপন গৃহ।।
হাঁদা ভোদা
সাদা সদা সোঁদা সোঁদা হাঁদা ভোদা আর কি!!
সাদা সিঁধে আদমি কি কভূ দিশা পায় কি!!
তাই কালা কালিমাতে
আমি দাদা মন মেতে,
টোপে টাপে ঘুপে ঘাপে মারি চড়ি পালকি।।