Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
odepsnorSt1tfrttta3di72mst9372tmmgMiP2my7Y1e132h1:1aua5e0 ·
বন হীন প্রান্তর
নগরের প্রীতি মোহে
প্রাণ হরা উত্তাপে
কাঁদে প্রাণ গোঠে গৃহে।।
স্নিগ্ধ সে শ্যামলিমা
বনানীর সজীবতা
দিত শোভা মনোরম
গাহি তারি কতকথা।
প্রাণ বায়ু দিত বায়ে
প্রশান্তি হৃদ মনে
আজি নাই শোভা সেই
নগরের উত্থানে।
কলুষতা ভরা বায়ু
দূষণের অতি বাড়
কার্বন ফাঁদে তাপ
বেঁধে রাখে বায়ু পর।।
খরো দহে জ্বলে ধরা
বিভীষিকা অন্তরে
কংক্রিটে জঞ্জালে
তরু হীন প্রান্তরে।।
হাহাকার রব আজি
মেদিনীর কোণে কোণে
খরো তাপে হৃদ গ্রাসে
নাগরিক জনে জনে।।
জলদের নাই দেখা
দিন যায় দিন আসে
সীমাহীন দাবদাহে (জীবন)
হাঁসফাঁসে তারি ত্রাসে।।
চলো সবে পণ করো
শপথের দিন আজি
গড়ে তুলি সজীবতা
অরণ্য তরু রাজি।।