Sanjay Karmakar
Top Contributor ·
1d ·
অভিমান অনুরাগ-হিংসা ও রিপু সবে
ভেঙে সবে ভালোবাসা নিও বুকে অনুভবে।
দু-দিনের জীবনেতে কিবা হবে অরি ভাবে
অভিমান অনুরাগ-হিংসা ও রিপু সবে।
আজ আছি কাল নাই (চলো) মানুষের মত বাঁচি
কশেরুকা ঋজু রাখি ভালোবাসা প্রেম যাচি।
অভিমান অনুরাগ-হিংসা ও রিপু সবে
ভেঙে সবে ভালোবাসা নিও বুকে অনুভবে।