Sanjay Karmakar
Top contributor
·osoSndtepr0t0626i5a1auuhu31ai3a1c321tm9c01auh92t2h369u20f5g0·
কাম বাবু শ্রমদান-দ্যাখো কবি কত ঝাঁজ
ও মুখো্তে নাই তাই, কামে থুরি শ্যেন বাজ।
চোরা চুরি জোচ্চুরি
বাড়ি গাড়ি করে ঘুরি,
শত গালি গিলে নিয়ে-আমরা মহিপালে মহারাজ।।
চলছে বিচার কবির কলে মন্দ ভালো রকম তার
পঙ্কে তিনি চান রে প্রদীপ-কেষ্ট কলির চান অবতার।।
তা হলি ভাই মন্দ নয়
কিন্তু ব্যাবাক সন্দ হয়,
বোম বোম বোম ভোলেবাবা-এই কলিতে করবে কী পার।।
বুনোমোষের গুতায় কাহিল কবির করে কাব্য ঝরে
ওরা জান্নাতেরই আশায় আশায় শিক্ষা লয়ে মানুষ মারে।।
আমরা হরি অনেক পিছে
কইতে গেলে কাঁকড়া বিঁছে,
ছল চাতুরি আর ওই চুরি-হুল ই ফুটাই কাম সেরে।।
আনারকলির গুতন খেয়ে কবির খেয়া উল্টা স্রোতে
গাধাই হলো বইতে চিনি মন দরিয়ায় শান্তি পেতে।।
ব্যথায় আমার মন কাঁদে
হরে কৃষ্ণ রাধে রাধে,
আয় রে কবি আমার দেশে-ধান ক্ষেতে যাই মই দিতে।।
চতুরতায় শীর্ষে মোরা ধর্ম নিয়ে খেল খেলি
আর বিভাজন দলন পীড়ন সুস্সুড়িতেই কোলাকুলি।।
সাপ ও মরে লাঠিও বাঁচে
সুস্সুড়ির ওই তপ্ত আঁচে,
আর মুখরা মুখের বুলি-মানবতার সুর তুলি!!!