Sanjay Karmakar
dnsrtooSpefhau57013ati40a1ig5m31h6400hg2h58l1i36fcl90t9f80ul  ·

কবির কলম বকম বকম ছোবল দিছে জোরে
বন বন বন ঘুরছে মাথা কী জোর একাত্তরে!!
খবর তো ভাই মন্দ নয়
তবু ও কেন সন্ধ হয়!!
ল্যাংড়া ঘোড়া ভাবছি হরি কেমন করে উড়ে!!

অহনে বোঝো পাপের জ্বালা-পাছায় হলো ঘা
ও ননদী আয় রে ছুটে আয় রে দেখে যা!!
তাও কী রকম বদলে গেল
খেলবে বলে আর ও খেল ও!!
এবার অনেক ঝরবে লহু-নাচরে তাধিন তা।।