Sanjay Karmakar
Top Contributor · etnodsSroplghlug2i523ui73l865h2h1ghlg14al3gg80igh2halt7115af ·
আশাবাদীঃ সেদিন সবাই বুঝবে শঠ আর প্রতারণা ভাগবে শক্ত হাতেই রুখবে।
কলির শেষে সত্য বেশে!!
যোজন সে পথ বাকি
ইহকালে উৎরে গেলে
স্বর্গে মিলে তা কি!!
কে পেয়েছে কে পেয়েছে
সেই দেশের ওই ছায়া
স্বপ্ন তোমার শুনেই আমার
হচ্ছে ভীষণ দয়া!!
মরণ কালে হরির নামে
থামে কি আর যম!!
যেমন ছিল তেমনি রবে
চিত্রপটের ধাম।
আমরা শৃগাল শ্বাপদ প্রাণী
যেমন আছি রবো
তোমরা আশার ফানুস বুকে
এমনি করেই ভাবো!!
সান্তনাতেই বুকটি ভরাও
আশার প্রদীপ জ্বেলে,
স্বপ্ন উরান দাও না কতই
শান্তি যদি মেলে।
(যারা পূর্বের পর্ব পাঠ করেননি তারা ইচ্ছে হলে প্রথম পর্ব পাঠ করে নিতে পারেন)
চিত্রপট
- সঞ্জয় কর্মকার, বৈদূর্য কবি
আমরা ভেড়া শৃগাল শ্বাপদ
ডুব দিয়ে খাই পানি
তুমি কবির আলোর ভুবন
বিবেক আছে মানি।
আমরা লুটে পুটেই বড়ো
মস্ত দালান হাঁকি
মালের দেশে তোমরা ফাঁকা
শূন্য দেশের পাখি।
আমরা চড়ি গদির প'রে
ভাষণ উড়াই শত
তোমরা মাটি ভূমির ওপর
কান্না কাটিই ব্রত।
আজ দিনে রাজ তারাই করে
ধূর্ত যারা শঠ
ভোগ বিলাসে পার হয় জীবন
তোমার চিত্রপট-
পকেট ফাঁকা বইতে জীবন
কষ্ট কতই পাও
গিন্নি রোজ-ই সিন্নি বানায়
লিখতে তবু রও।।