Sanjay Karmakar
Top contributor · September 28 at 8:09 AM ·
IX
বিকার সে তার বিবস্ত্রতার বন্য তার ঐ আচরণ
বিবশ মাতায় পিতায় প্রবীণ পায় না স্নেহের আভরণ।
সব হারাবার এক পারাবার দুঃখ ব্যথার গ্লানিই তার
মায়ার প্রাচীর দূরেই রহে নাই কো প্রলেপ প্রশমতার।
দূর গগনে বৃদ্ধাশ্রমে তার ঠিকানা সে থান তার
চলছি কোথায় কোন সে জাহান ভাবতে চলি মনের দ্বার!!
এই তো মানুষ চিত্র তার ওই এই ধরণী গগন তল
শঙ্কা প্রবণ জীবন তার ওই হীন্য আজি সকল বল।
তৃপ্তি রহিত এ মন আমার ক্রোধের দুয়ার আছড়ে পড়ে
ধিক্কারে তার হৃদয় দ্বারে ঘৃণায় সে তার গুমরে মরে।
আর চেতনা চেতন তার ওই দূর দূরে নাই পরশ তার
সত্য নাশে পাপের পাহাড় ছেদ আজি প্রাণ মানবতার।
এই তো মানব চিত্র তার ঐ সরজমিনে গগন তলে
যেই পানে চাই চর্তুদিশায় দানব সে তার প্রকার মিলে।
(যারা ইতিপূর্বে আগের পর্ব গুলি পাঠ করেন নি তারা ইচ্ছে হলে দেখে নিতে পারেন)
I
কবীর কবি আজকে ছবি মানব তার ওই চিত্র আঁকি
সব জান্তা মোড়ল তারা এক জনা দেয় আর কে ফাঁকি।
ঢাকির তালে ছন্দ মেলে মন্দ যাহা নাচন তার
নষ্ট প্রেমের দ্বার দ্বারকায় ধ্বজা উড়ায় মানবতার।
ভ্রষ্টাচারে তার বিচারে ধন লভিতে নাইকো মানা
চিল শকুণের রাজ রাজেতে তীরের ফলা তীক্ষ্ণ শানা।
প্রেম আর প্রীতে তার সে রীতে অঙ্গে শুরু প্রেমের গান
তাই ভুলেছে বেশ আর ভূষা-নগ্ন আজি নারীর মান।
কৃষ্ণ কানাই সাজতে যুবা এক ছাড়ে নেয়-আর এক নারী
প্রতিবাদীর স্বস্তি নাহিক নেয় যে তাহার জীবন কাড়ি।
আর কি কব কালের তালে চুপটি আছি নিবের তল
সাদায় কালোয় রব তুলে রই খরচা কেনেই দেহের বল!!
II
কবীর কবি আজকে ছবি অঙ্কনেতে চিত্র তারি
চিত্র আঁকি হিংসা ও দ্বেষ,দস্যুতা ও বৈরীতার ই।
করাল ছায়ে ভয়াল আজি দানব তারি চলছে রাজ
ভ্রষ্ট দিশায় বইছে লগন ঘোর সে তমা বজ্র নাদ।
অরূপ রতন নাই রে হিয়া চৌদিশাতে চলছে রণ
রণংদেহী মূর্তি দেবায় অমোঘ তাহার ধ্বংস পণ।
বিশ্ব দেবায় নাইকো সেবায় অঙ্কে জটিল মানব মন
ন্যায় নীতি নাই বিবেক বোধে কপটতাই মূল্যায়ন।
চলছে তরী অবাধ তারি গড্ডালিকায় গড়ান তার
রক্ষ রিপু অরির সে দেশ ধ্বজা উড়ায় মানবতার।
রোষানলে পুড়ছে বায়ু অভীষ্ঠের ঐ নাই তো দিশা
ঘোর সে তমা কলির কলি কীর্তি সে তার সর্বনাশা।
দেশ আর দশে সত্য নাশে অহম বোধে জ্বালায় শিখা
বিপথগামী বিপ্র সবে প্রবোধ তার ওই রক্তে লেখা।
III
কবীর কবি আজকে ছবি মানব তার ওই চিত্র আঁকি
এই তো কেবল সন্ধ্যা হলো রাত এখনো তিমির বাকি।
রাত ঘনালে সুরতহালে নগ্ন সে তার রূপ বাহার
মানবতা গুমরে কাঁদে নরক তার ওই পথের পর।
গোপন আঁতাত সন্ধি সে তো বাসরখানা বাইজী ঘরে
ভেকধারী সব বাবুর দলে মদ মদিরায় উপচে পড়ে।
কি আর কব সমাজ বিধায় বিধানতার আপ্ত কথা
স্বপ্ন দিয়ে আঁধার ঘেরা আঁধার রাতি উজল হেথা।
গৃহস্থালি সে গুড় বালি তথৈবচ সে দেশ দশা
রক্ষ সে ধন লুটছে দানব করাল ছায়ে হাস্যরতা।
আর ললনা ললিত সে নাই পরকীয়া বৈধতায়
অনল তার ওই জতুগৃহ-ভাঙন রোধে নাই উপায়।
ক্রোধের অনল দাবদাহের বহ্নি সদাই জ্বলন তার
মিল মিতালী নাই কো বাসর স্খলন প্রীতি মমতার।
রিক্ত ধরা গুমরে কাঁদে বিচ্ছেদের ওই করুণ গীতি
শ্লী হানি তার মা ও বোনের এই তো সমাজ উচ্চ গতি!!
আর পারি নে সহন সীমা সীমান্তের-ওই ওই পারে
আঁকতে ছবি সমাজ তারি দহন প্রখর হৃদ দুয়ারে।
IV
হিংস্র প্রবল তার ওই ছোবল প্রতাপ তাহার ভয়ঙ্কর
শুভঙ্করের ফাঁকির সে দেশ আকাশ ছোঁয়া অহংকার।
দ্বন্দ্ব প্রবণ নয় কো শোভন শালীনতার নাই কো লেশ
আঁধার তমায় নিমজ্জনেই বিবেক রহিত চলছে বেশ!!
দংশনে তার রক্ত ঝরে এ পার ওপার গৃহের দ্বার
বন্য আচার বিধায় তার ওই শ্লীল হীন ঘর পরিবার।
আঁকছি ছবি চিত্র তার-ই আরশিতে যা দীপ্তি হরা
ব্যথার সাগর হৃদয় চুমে এই কি মানব সুজন যারা!!
কবীর কবি আজকে ছবি মানব তার ওই চিত্র আঁকি
রাত পেরোলে প্রভাত ফেরি গাইতে সে গান বন্য গীতি।
এ দেশ ও দেশ চিত্র এক ওই রুধির ধারায় বইছে নদ
যে দিক পানে নয়ন মেলি হিংসা তার ওই তূর্য নাদ।
রক্ত লোলুপ হিংস্র ক্রূর বর্বরতায় মানুষ তার
আর্তনাদে কাঁপছে ধরা দেখতে কি পাও সেই বিকার!!
V
আর্ত রবে কাঁদছে ধরা এক পৃথিবী গন্ডি তারি
সর্বহারা হৃদয় হরা আর পৃথিবী শোষণ ভারি।
রঙ এর দেশে সর্বনেশে গিরগিটি আজ ছদ্মবেশে
রাজনীতি তার নাই রে নীতি নেতা দাদার পক্ক কেশে।
হরিত শ্যামল নাইকো অমল স্থল আর বায়ু আকাশ ভারি
যেই পানে চাই পঙ্ক হেরি প্রমত্ততার বইছে তরী।
এই কি ধরা শিখর পানে মানব তার ওই চিত্র তার
যেথায় সদাই যুদ্ধ চলে মান হুশ তার চলছে প্রহার!!
অবাক চোখে চাই যে সজল তপ্ত হেথায় ভূমের পর
আপন আজি পর হয়েছে নাই কো কোমল ঘর দুয়ার।
বসুন্ধরা মায়ায় ভরা জীব তারা তার হৃদয় তল
দিব্য হেথায় দেবার দানে ফল্গু বহে অনর্গল।
সে ক্ষীর ছাড়ি জহর তারি মানব সে তার করছে চাষ
বিপন্নতায় তাই তো ধরা আর মেদিনী তাহার দাস।
VI
কবীর কবি আজকে ছবি মানব তার ওই চিত্র আঁকি
কীর্তি সে তার বিস্তারে তার দীপ্তি তার ওই শোভায় মাতি।
শোভায় বলে শৌর্যে আজি মানব সে আজ গগন ছোঁয়া
বিপ্রতীপে বিপথ গামী-কুন্ডলি তার কলুষ ধোঁয়া।
কলুষতায় কদর্যতায় কদম কদম চলছে রথ
অগ্রগতির সোপান পানে বিষ্ঠা তার ঐ ছড়িয়ে পথ।
পথিক রাহী চলতে সে পথ বিচ্যুতির ওই বিষ্ঠা মাখে
অশ্লীলতায় লতায় পাতায় অবক্ষয়ের চিত্রপটে।
অঙ্কনেতে চিত্র তারি প্রভায় তার ওই প্রস্ফুটনে
শঙ্কায় হৃদ এ মন আমার ধ্বংস তারই সে ক্ষণ গ'নে।
আকাশ তারা আলোয় ভরা তাহার মাঝে ভুবন মোর
প্রত্যুষে রব রবির কিরণ চন্দ্রাতপে প্রেমের ডোর।
সে ডোর আজি ছিন্ন ভুবন নগ্নতার ওই দুয়ার দ্বারে
বইছে মলয় মন্দ কেনই ডুবছে কেনই অন্ধকারে!!
VII
কবীর কবি আজকে ছবি মানব তার ওই চিত্র আঁকি
বিবর্তনের সে পথ গ'লে মানব তাহার ধর্ম টা কী!!
কিসের নেশায় ছুটছে তারা চন্দ্র তারা রবির পানে
নিম্নে ভূতল কেনই উতল জাত জাতি আর ধর্ম বাণে।
বিদ্বেষের ওই জ্বলছে অনল ধর্ম কলে জাতায় তার
দাঙ্গা ফ্যাসাদ নিত্য কাহন দেশ ও প্রবাস প্রপঞ্চতার।
রুক্ষ তার ওই ঊষর ভূমে হলাহলেই ফসল ফলে
জহর সে তার সর্বনাশা নিষ্পেষণের জাতার কলে।
চিত্র তার ওই ভয়াল অতি হুঙ্কারে তার কাঁপছে ধরা
মরছে মানুষ নিদাঘ সে তার বিচ্ছুরণে হৃদয় হরা।
এই তো মানব চিত্র তার ঐ সরজমিনে গগন তলে
যেই পানে চাই চর্তুদিশায় বিভেদ তার ওই চিত্র মেলে।
বিভেদতায় বৈরী হেথায় আজ আধুনা ধরার তল
দেশ হতে দেশ যুদ্ধে মাতি অভীপ্সতায় ধ্বংস প্রবণ।
কবীর কবি এই তো ছবি এই তো মানব চিত্র তারি
ধ্বংস পানে চলছে গণে সে পথ আজি দিচ্ছে পাড়ি।
VIII
রক্ত হোলি খেলছে মানুষ দেশ হতে দেশ দেশান্তরে
মরছে মাতায় মরছে শিশু নিত্য দিন ওই বোমার ঘায়ে।
দৃশ্য সে তার করালতার চিত্র তার ওই ভয়ঙ্কর
বাতাস ভারি নিনাদ তারি এই কি মানুষ তার অন্তর!!
অন্তরালে আর করালে মন্ত্রণা তার পাপেয় ভরা
নিত্য নব প্রকার সে তার নিশান তার ওই দীপ্তি হরা।
বিকার তারি সইতে নারি জন্মে মানব ধরার পর
চতুর্স্পদী জন্তু জানব তার চেয়ে মানব-কী অন্তর!!
ঘৃণায় এ মন হৃদয় আমার কালবোশেখি্র ঝড় তোলে
পাশবতায় মানুষ সে তার জীবন্মতার দ্বার তলে।
কবীর কবি আজকে ছবি মানব তার ওই চিত্র আঁকি
বিবর্তনের সে পথ গ'লে মানব তাহার ধর্ম টা কী!!
ধর্ম নানান জাত ও নানা অবাক তারি বুনন হেরি
পাল তুলে তল তলায় মানব ধ্বংস পানে চলছে তরী।