চিত্র
- সঞ্জয় কর্মকার, বৈদূর্য কবি
Sanjay Karmakar
Top contributor·1d·

II

কবীর কবি আজকে ছবি অঙ্কনেতে চিত্র তারি
চিত্র আঁকি হিংসা ও দ্বেষ,দস্যুতা ও বৈরীতার ই।
করাল ছায়ে ভয়াল আজি দানব তারি চলছে রাজ
ভ্রষ্ট দিশায় বইছে লগন ঘোর সে তমা বজ্র নাদ।
অরূপ রতন নাই রে হিয়া চৌদিশাতে চলছে রণ
রণংদেহী মূর্তি দেবায় অমোঘ তাহার ধ্বংস পণ।
বিশ্ব দেবায় নাইকো সেবায় অঙ্কে জটিল মানব মন
ন্যায় নীতি নাই বিবেক বোধে কপটতাই মূল্যায়ন।
চলছে তরী অবাধ তারি গড্ডালিকায় গড়ান তার
রক্ষ রিপু অরির সে দেশ ধ্বজা উড়ায় মানবতার।
রোষানলে পুড়ছে বায়ু অভীষ্ঠের ঐ নাই তো দিশা
ঘোর সে তমা কলির কলি কীর্তি সে তার সর্বনাশা।
দেশ আর দশে সত্য নাশে অহম বোধে জ্বালায় শিখা
বিপথগামী বিপ্র সবে প্রবোধ তার ওই রক্তে লেখা।

(যারা ইতিপূর্বে প্রথম ভাগ পাঠ করেন নি তারা দেখে নিতে পারেন)

কবীর কবি আজকে ছবি মানব তার ওই চিত্র আঁকি
সব জান্তা মোড়ল তারা এক জনা দেয় আর কে ফাঁকি।
ঢাকির তালে ছন্দ মেলে মন্দ যাহা নাচন তার
নষ্ট প্রেমের দ্বার দ্বারকায় ধ্বজা উড়ায় মানবতার।
ভ্রষ্টাচারে তার বিচারে ধন লভিতে নাইকো মানা
চিল শকুণের রাজ রাজেতে তীরের ফলা তীক্ষ্ণ শানা।
প্রেম আর প্রীতে তার সে রীতে অঙ্গে শুরু প্রেমের গান
তাই ভুলেছে বেশ আর ভূষা-নগ্ন আজি নারীর মান।
কৃষ্ণ কানাই সাজতে যুবা এক ছাড়ে নেয়-আর এক নারী
প্রতিবাদীর স্বস্তি নাহিক নেয় যে তাহার জীবন কাড়ি।
আর কি কব কালের তালে চুপটি আছি নিবের তল
সাদায় কালোয় রব তুলে রই খরচা কেনেই দেহের বল!!