Sanjay Karmakar
norSdsotpe65cu7g93i978749h4um9681831ii8m04ta191mmth70ml28940·

আমি তো সঁপেছি বিশ্ব নিখিল চির হরিতের গানে
কায় মন প্রাণ তোমাতে সঁপেছি হৃদয়ের আহবানে.............।।
শয়নে স্বপনে আহার ও বিহারে গাহিনু তোমারি গীতি
নীড় হারা এক রমণী পথিক জপেছি তোমারে নিতি।।
হলাহলে প্রাণ নিভু নিভু প্রায় খরো সে বাতাস বেয়ে
কন্টকে পথ মাড়ায়ে রুধিরে-সে পথ গিয়েছি ধেয়ে-
তুমি কি জেনেছো আমারে মেনেছো তন মন প্রাণ তায়
ক্লেদ আর ক্লেশে ক্রোধ তারি দেশে র'লে হীন-মন্যতায়........।
আমি তো মাগিনি রতন বিলাস বৈভবের ওই ধনে
চাই নি প্রতাপ ভূষণে ভূষিত হেম তারি আভরণে......।
চেয়েছি আভাতে জ্যোছনার রাতে বাঁশুরির তব তান
হৃদে ভেসে যেতে সে রঙ মৌতাতে-গাহিতে প্রেমের গান.....।।
তোমারি কাননে ফুল তারি সনে পুষ্প কুসুমে অলি
প্রণিপাত তাতে প্রভাত ও রাতিতে চেয়েছি ফুটিতে কলি।।
বেলি তার দল সুঘ্রাণ তাহার চেয়েছিনু প্রাণ ভরে
পারিনি পারিনি সে দল তারে-পূজা দিতে দেবতারে........।।
আমি তো সঁপেছি বিশ্ব নিখিল চির হরিতের গানে
কায় মন প্রাণ তোমাতে সঁপেছি হৃদয়ের আহবানে।
অশ্রু বারিতে প্রদাহ তড়িৎ এ লেখা আছে সেই গাথা
কানুরো বিহনে রাধা তারি মনে প্রেম তারি কাতরতা।

বিঃদ্রঃ- লেখাটি আসরের শ্রদ্ধেয় কবি শ্রীমতি শাহানারা মশিউর মহাশয়ার প্রতি উৎসর্গীকৃত।