কবিতা লাগলে ক্ষুধায়; মন জেগে উঠে অনুপমা। কবিতা আর ক্ষুধা, আমার মনে হয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, সে তো সব কবির ওই জানা বাহুল্য, পুড়ে গেলেও পি পু; ফি সু এর গল্প। নাই চার আনা রোজগার তায় কবি হবার সখ! অবশ্য অরন্য রোদনে কিছু না পাওয়া গেলেও মিলে এক বুক প্রশান্তি আর তা না হলে কী কবিতা কী ই বা কবি? হবি আর হকিকত দারিদ্রের হাতছানি আর তাই সব কবির ইতিহাসই যুগ আর যুগে অপারগতার কোলের শয্যায় শায়িত , ব্যতিক্রম অবশ্যই আছে রাজা মহারাজা জমিদার সমূহের ভান্ডারে।
"রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে! "
চিনতে ভুল হলে কবির দেশে হাল এমনই হয়।
তার সে বিখাত কবিতার ছোট্ট একটু আলোচনা করবার চেষ্টা মাত্র আর কিছু নয়। কবিতার নাম; বঙ্গভূমির প্রতি কবি ; মাইকেল মধুসূদন দত্ত মহাশয়।