Sanjay Karmakar
21h  ·

ভালো লোকের ভাত জোটে না মন্দ চড়ে গাড়ি
মদ মদিরা নারীর প্রীতি আকাশ ছোঁয়া বাড়ি।।
মন বলে তাই মন্দ হতে
সন্দ কী আর রইতে তাতে!!
সমাজ বিধান আজ কলিতে-মন্দ দিশায় তরী।।

গঙ্গা নেয়ে পাঙ্গা লয়ে লাভটা কিসের কও দেখি
তেমন ধারায় চললে জেনো প্রাপ্তি হবে গঙ্গা লোক-ই।।
তালকানা রও তাইলে পাবে
নইলে বাপু ছোবল খাবে,
জগদ্দল ঐ শিলাই বুকে-নীরব শোকে বইতে থাকি।।

মিথ্যা যেথায় কনক ফলায় সত্যে কেনই রই কবি!!
সৎ সত্য গামছা গলায় মিথ্যা উদায় ঊষার রবি।।
দুদিন ধরায় কনক ধারায়
সুজোগ বলো কেই বা হারায়!!
উধার গেলে ইধার ফেলে তখন তো স্রেফ ফ্রেমের ছবি।।
ছবির কি আর সুদ আর আসল জাহান্নমেও খাইলে খাবি।।