Sanjay Karmakar
Top Contributor · ·
প্রেমে মাতি প্রেমে মতি চাহি সদা নাই পাই
বেলা গেলে গোধূলিতে পাই শুধু কান্নাই!!
ধূ ধূ ধরা সাহারাতে
ঘুম নাই আঁখিপাতে,
ফেনিল ওই সাগরেতে পানি শুধু নাই রাঈ!!
চিনি ছাড়া জাও ভাত ভালো লাগে নাকো
তাতে দুধ চিনি দাও কলা দিয়ে মাখো!!
তা'লে সুর সুমধুর
দিতে পারো কিছু গুড়,
কচলায়ে তার পরে-জিভ দিয়ে চাখো!!
কেহ কেহ বেশ ভালো ত্বক বেশ ধলা ধলা
কেহ নাই রূপ তার রঙ রসে কালা কালা!!
রূপ পানে যারা চায়
সাহারায় তরী বায়,
গুণ ল'য়ে থাকে দোহে সুখ রচে গৃহে মেলা।।
মা ই ঈশ্বর সমস্ত দেব দেবীর ওপর মা-এর স্থান
হৃদ কমলে ও ভাই বলি তার ই অবস্থান।
মা যে আমার সেরার সেরা
মা ই আমার সসাগরা,
আর যা কিছু সব ই মেকি-মা বিনে ভাই নাইরে প্রাণ।।