Sanjay Karmakar
Top Contributor
· ·
অযথাই বকা ঝকা হিত বোধে সংসার
কিসু বুঝি নাই ওগো লেখা লেখি শুধু সার!!
যত চাবে সুস্থিতি
বন্ধন প্রেম প্রীতি,
তত মোরা বাঁকা পথে চলে যাবো বারে বার!!
যুগধারা বাগধারা বাপে কয় থই থই
এই কালে তলে তলে ধরো শুধু উড়ো খই!!
ওরে বাপ কালসাপ
এই বারে কর মাফ,
সাধু বুলি কইবিনে-কয়ে যাই পই পই!!
আমরা মানুষ উড়াই ফানুস চর্চা তার ওই করি
আকাশ কুসুম গল্প বানায় আকাশ পানে উড়ি!!
আত্মা মোদের শুদ্ধিকরন
কইলো যেমন তেমন ধরণ,
ও কবি তুই পিছেই কেনই-টানিস চরণ ধরি!!
অ হরি শুন হইতে পারি-মদ মদিরায় লিপ্তি লিট্টি
তাও তো কবি কইসে ভালা আর মারেনি লাট্টু চাটি।
হইতে পারি অসৎ কালা
হিংস্র তার ওই বরণ ডালা,
শিব পাকুড়ের বিয়ের গানে- কইলো রে বেশ পরিপাটি!!