Sanjay Karmakar
Top Contributor
· ·
কবির বড় দুঃখ ও রে-যে বা যারা সত্য সৎ
আম আমলা গামলা বানায় ডঙ্কা উড়ায় লটর পট!!
ও কবি তুই কোন সে দেশে
বেশ তো উড়িস সাধুর বেশে,
আর কি সব লিখিস ও ভাই-জ্ঞানের বীণেই ঝটর পট!!
ঈর্ষা যারা সঙ্গী যাদের কুমন্ত্রনাতেই জীবন ধরে
নাই রে কৃপা দয়াল তিনি নিত্য দূষণ তাদের ঘরে।।
জাহান্নমেই পায় রে গতি
জান্নাতে নাই তাদের গীতি,
ইহলোকেই পায় রে গতি-পচেই তারা মরে।।
ঘোড়ার ডিমের গল্প গাথায় মন গেলো ভাই ভরে
তা দিয়ে বেশ তাথৈ তাথৈ আকাশ পানে উড়ে।।
ফুঁক রাখেনি মানটি তাহার
তাই খসে তার গুণের বাহার,
তাই সে পালায় বিদায় বেলায় হটাৎ পাতালপুরে!!
ঠগের রাজে আমরা রাজা ছল চাতুরি মোদের পেশা
নাই গো মোদের নীতির বালাই রূপ ধরি গো সর্বনাশা।।
গন গনা গন অনল ছড়াই
সুজোগ পেলেই ছালটি ছাড়াই,
কলির কালি লেপতে যে রই-এই তো মোদের যখের নেশা।।