"হূঁশের ডুষা"
হুঁশের ডুষায় কেমন শাসায় বল তো হরি বাদ্যি কেনে
সৎ সত্যি আসলে ধরায় বল তো যাব কুন খানে!!
না গো দাদু চিন্তা নাই
তুমি আমি যমের ভাই,
আমাগো; জেমুন বেণী তেমনি রবে, (জাননি) কুত্তা মোরা জাত মানে।
"বয়স কালে বায়স হলে"
হায় রে হায় জীবন দায় পয়সা কড়ি এক গাদা
তবুও রে ভাই নাই রে নিদ রাতের আকাশ চক্ষু সাধা।
খাওয়ার বেলায় দুইটা রুটি
আর সব তো কবেই ছুটি,
বয়স কালে বায়স হলে- হলাম রে ভাই আস্ত গাধা।
"জান্তব"
আমরা মানুষ উড়াই ফানুস কর্ম কাজে জান্তব
উপর দিয়ে দেখাই যা সব-সবই জেনো ভান সব।
সুজোগ বুঝে মারতে কোপ
পিছন দিয়ে দাগাই তোপ,
সাধের মোদের বসুন্ধরা-ছল চাতুরির মধুর ভব।
"ছাতার মাথা"
উত্তরণের স্বপ্নে মাতি কবি লিখে কাব্যগাথা
আমি হরি মরছি জ্বালায় গায়ে মুড়ায় ছেঁড়া কাঁথা।
ভাত নাই তো পায়েস খা
ক্ষীর আর ননী লুচিই বা,
মানুষ বলে মানুষ হবে, কইছে কেমন ছাতার মাথা!!