বাবার ছাতা
মা এর ছাতা
ভাই এর ছাতা
রিক্ত হলে,
দুখের সাগর
ডুব লাগিয়ে
দাঁড়াই এখন
কার তলে!!
ওরে কানাই
আয় রে বানাই
দুঃখ কেনেই
করিস বল!!
স্নেহের আকর
ভালোবাসার-
বানিয়ে ছাতা
শক্তি বল।
বুনতে তেমন
কঠিন কি আর!
বুনতে পারি
হাজার বার।
হিংসা ফেলে
ছড়িয়ে দিয়ে,
মৌত্রি ও প্রেম
ধরার তল।