ছা রা রা রা-রা
- সঞ্জয় কর্মকার, বৈদূর্য কবি
হোলি খেলো ডানা মেলো আকাশেতে উইড়া
রং দিয়ে মাখামাখি ভালো করে কইরা।
মাথা খাও হাতা খাও
গাজা ভাঙ তাও খাও,
তারে দাও ভরে দাও-বাহুডোরে লইয়া।
হোলি কা দিন মে-এ। ছা রা রা রা-রা।
আরু জুদি চাও আগে আগাতেই ভাইয়া
মন নিতে মন দিতে আগু পিছু ধাইয়া।
ডানা মিলে নীলাকাশে
রশি ধরে টানো কশে,
রাঙা রাঙি শেষ হলে স্নানাগারে নাইয়া।
হোলি খেলো ডানা মেলো আকাশেতে উইড়া
রং দিয়ে মাখামাখি ভালো করে কইরা।
হোলি কা দিন মে-এ। ছা রা রা রা-রা।