Sanjay Karmakar
edoorpStnscngu2t3sf7hg799J1i734hf13cluc1u372uf0a8o5uw7t5a21  ·

বুঝছো তা'লে আমরা কবি চামড়া পুরুর বংশধর
যা বুঝি সব হরির লুটে পার করে নি এপার ওপার।।
বোধেই মোরা শূন্য থলি
চর জাগানো শুধুই বালি,
আমরা কবি ছল চাতুড়ি-লুটতে মোরা বাটপার।।

আমরা আছি আমরা রবো আমরা কালের কেষ্ট কলি
ঠ্যাং এর উপর ঠ্যাং চড়িয়ে আমরা পাষাণ শুনোই বলি।।
কাঁদলো কিবা ভাসলো কেবা
তোমরা কবি কইতে র'বা,
সিঁধা কথায় (কাম) না হয় যদি-চালাই মোরা বুলেট গুলি।।

যতই কবি কওনা মোরা অগ্রগতির শিখর পানে
চাঁদ ও সুরজ জয়ের নিশান শুনছো না কি তোমার কানে!!
আর যা বাকি মনবতার
আমরা কলির কান্ত কাতার,
সে ধন মোদের নাই রে বোধের -সাম্য বোধে তার ওই পানে।।

গুরু তুমি গরুদের পিছে কেন পড়ে গেলে
ভেঙচিয়ে মেরে কেটে সুশাসনে মন দিলে!!
বায়নাটা বেয়াদপী
কই আমি চুপি চুপি,
সুশাসন মারা গেছে হাঙড়েতে নিছে গিলে।।