চাইলে
আমি কল্পতরু হতে পারি
হতে পারি মরীচিকা
হতে পারি আমি সোনার হরিণ
হতে পারি বিভীষিকা।...।।
কিভাবে চাইছো তুমি
কিসের অন্বেষণ?
রণচন্ডী ও হতে পারি
হতে পারি বিভীষণ...।।
কান্ডারী সাথী হতে পারি
অশান্ত সাগরেতে
হতে পারি হন্তাকারী
উন্মাদে মুলাকাত...।।
হতে পারি আমি বল্গা বিহীন
ভালোবেসে অনুপমা-
হতে পারি আমি ঝড় সে তুমুল
প্রেম ভালোবাসা বিনা...।।
হতে পারি, আমি হতে পার...।।
আমি হতে পারি সংহারী
দেশ দ্রোহ বিপ্লবের-
আমি হতে পারি দূত
মুক্তির আস্বা......।।
চাইলে,চাইলে আমি হতে পারি।...।।
প্রেম ভালোবাসা দিলে
আপনার গলে আপনি নিহীত ব্রত,
নিরাময় হয় লোকাচারে যাহা
যাবতীয় রোগ ক্ষতো।
চাইলে!!!!