Sanjay Karmakar
Top Contributor
·
1d
·
পুঁজিবাদের বাকলা ছাড়ায় কবির করে বন্দনা
অ রে কানাই তাবেশ তাবেশ কইসে কবি মন্দনা!!
মন্ত্রণাতেই মরুর দেশে
ধনি এবং গরিব বেশে,
বেশ তো আছে শাসন শোষণ-দেইখে কবি কাইন্দ না!!
হতাশ কবি কানসে ওরে মোদের রাজে নয়কো সুখী
কইলাম না-ক না ও কে-আয় রে কবি পড়াই রাখী!!
হাম দোনো হ্যায় কবির এক
হর এক দিশায় দ্যাখ রে দ্যাখ,
লুট মারি আর হিংসা ফেলাই-ক তো ও রে সত্য মেকি!!
যাক গা শেষে বুজসে কবি মইরে গেলেই শান্তি পাবে
রইতে মোরা এই জগতে হিংসা দ্বেষ দ্বন্দ রবে!!
হতাস কবি
আঁকছে ছবি,
এই কবি তুই আয় না মিলি-মোদের দলে মেল না ভবে!!