Sanjay Karmakar
Top Contributor · roesSdtnopa0J04oug2afwmcsg1uu3u1n65098uhc47
l6t3c1uhf2u3tl1t ·
আমরা দাদা পাক্কা হাঁদা
পুকুর খুড়ি রোজ
কেনেই তুমি সকাল সকাল
দিচ্ছ কড়া ডোজ।
বুলডোজারে পিষ্ট মোরা
মুখের কথা ভাবো!!
ইষ্টিশনের চালের নীচে
লেপটা কোথায় পাবো???
তোমরা যারা লেপ তোষকে
ওম নিয়ে ভাই বাঁচো
তাই তো কথার খই ফুটিয়ে
এমনতরা নাচো!!
বুঝলে কানাই
নাকি কানাই??