Sanjay Karmakar
  ·
মাঝি তারি তরী খানি দ্রুত লয়ে ধাবমান
রথে চেপে পিছে পিছে আসিতেছে শয়তান।

চুপিসারে ঠারে ঠোরে বুঝে নিও ঈঙ্গিত
প্রদীপের পাদতলে কালো তারি সঙ্গীত।

কলো কলো বহিতেছে তরী তার গতিপথে
মুড়ে দিয়ে তরী খানি হীরে আর জহরথে।

দশানন দশা তার থামিবার মন নাই
আহাম্মকি বায়নাতে পিছু পানে ধ্যান নাই।

পিছে তারি করালতা কলুষের বিষ ভাপ
ধীরে ধীরে ধরণীর বাড়িতেছে উত্তাপ।

উষ্ণ সে ধরা আজি ধ্বংসের কাঙারেতে
নির্ভীতে নিরালাতে শুনে নিও কান পেতে।