Sanjay Karmakar
21h
  ·
ব্রহ্ম মোরা ব্রহ্মা মোদের-ব্রহ্মাস্ত্রেই মন
ভক্তি মোদের ব্রহ্মা প্রীতি করায় শুধুই রণ!!
সৃষ্টি স্থিতি কবেই শেষ
ধ্বংস প্রলয় অবশেষ,
তাই তো মোরা অবাধ আজি-লড়াই আমরণ!!