Sanjay Karmakar
Sropeostndl795i1lchl820584m544i8gi6gi6a9f585fi6g5hitgh8c2aft ·
যখন বৃষ্টি নামে শীতল ঝড়ের সনে
জুড়ায় আমার পরাণ ওগো
পুষ্টি পুলক প্রাণে। যখন বৃষ্টি নামে।।
দাবদাহের দহন জ্বালা সইতে পারা ভার
সৌর তাপে জ্বলছে ধরা
এই মেদিনী পুলক হারা-
বৃষ্টি বারি আয় রে ত্বরা আন রে পারাবার।
জলদ তোর ওই ঘনায় কালো
মুদবে আঁখি কাটবে তাল-ও,
রুদ্র রূপী অংশুমালী
তার চোখে তুই দে না কালি
আজ পড়ি তোর পায়-
বাদল ওরে আজ অঝোরে পরাণ জুড়ায় আয়।
অপরিণামদর্শী নরে-নির্বিচারে
বৃক্ষ নিধন করে,
বন বনানী ধ্বংস করে সৌধ মহল গড়ে-
তার পরিণাম প্রলয় সমান
জ্বলন দহে যায় যে পরাণ,
বৃষ্টি ওরে তুষ্টি প্রাণে আন রে আজি ভবে।
তোর স্তপেতে মগ্ন এ প্রাণ
জলদ ওরে আন রে তুফান
আয় রে তুমুল রবে।।
যখন বৃষ্টি নামে শীতল ঝড়ের সনে
জুড়ায় আমার পরাণ ওগো
পুষ্টি পুলক প্রাণে। যখন বৃষ্টি নামে।।
(লেখাটি প্রিয় কবি সুপ্রিয়া চৌধুরী মহাশয়ার প্রতি উৎসর্গীকৃত)