Sanjay Karmakar
pstdoornSem5nm07t8aJ1i108aht733130uu08o30g0uw8gtlahhs1454 ·

বিরাট বিরাট জলাধারে
ধরতে পারেন জল,
খোদাই করেন ন-মাইল মতো
তিরিশ ফিটের তল।

প্রস্থ হবে দু-মাইল মতো
জল ধরিবে যত
বানের জ্বালা আর রবে নি-
জুড়ায় দিবে ক্ষত।।

ক্ষরার দিনে জল সেচনে
লাগবে পানি সেচে,
বাঁচবে যে জল সেচের পরে
শোধন করে বেচে-

করতে পারেন কামাই অনেক
বোতল দিয়ে মাপা,
বুঝবে ভারত বাংলা ক্যামন
তার উপরে ক্ষ্যাপা।।

বুদ্ধিখানা দিলাম খাসা
দর দিব খান পরে,
দু-দশ কোটির পেটেন্ট নিলাম
নিলাম দিব করে।।