Sanjay Karmakar
Top contributor· 1d
·
ব্যথায় ব্যথায় আজি প্রাণ ধায়
ধরণীর নাই মোহ,
প্রীতি তারি গতি মানবের প্রতি
চিত্তে রণিত দ্রোহ।।
কেন ভগবান অকালে প্রয়াণ
শত কত নর নারী,
ন্যায়ের কি নাই ন্যায্য বিধান
তোমার এ রাজের প'ড়ি!!
দয়াময় তুমি দয়াল আজি
আজি কেন হ'লে লীন
মেদিনীর বুকে কোন সে কু-রূপ
আজিকে চেতনা হীন!!
হাহাকারে নরে শিশু কচি মাতা
কি তার আছিলো দোষ!!
দেখো নাই তুমি বিধানে তোমার
কি আছে সন্তোষ!!
সন্তাপে ধরা তোমার ওই গড়া
দন্ড বিধান যাহা,
কিছু নাই সার মর্ম কি তার!!
সব ওই মরম হারা!!
(যারা প্রথম খন্ডটি পাঠ করেন নাই ইচ্ছা হলে দেখে নিতে পারেন, নিচে দিলাম)
বসুধা যেথায় গররাজি হায়
অসহায় নর নারী
নিমেষ মেলিতে পাতালে হারায়
বেসাতির ঘর বাড়ি।
নদী জল তায় রুধিত কারায়
রোধিতে কি পারে নর!!
জলধি ব্যাকুল বাহিত সে কূল
আজিকে অঝোরে খরো।
খরো তার বেগ গর্জন তার
ক্রোধেতে ফুঁষিছে আজি
গতি পথে তার শত কত দ্বার
বেহিসাবী গৃহ রাজি।
নির্বোধ নরে গৃহ তারি গড়ে
শৈল শিখরে তার,
বাদলে যথায় রারি তারি ধারা
খাত তারি বহতার।
পরিণামে তার মূঢ়তা তাহার
প্রহারে আজিকে বারি
কত শত মৃত কতনা নিখোজ
গৃহহীন শত নরনারী।
(সিকিমে সাম্প্রতিক বন্যা ভূমিধ্বসের পরিপ্রেক্ষিতে লেখা)