Sanjay Karmakar
Top Contributor  ·
a day ago  ·

(I)

ব্যালটের খেল পাকলে বেল-বলেন তো দা কাকের কি আর!!
মস্ত হাঁদা আম জনতা রুখতে পারে, সাধ্যি তার??
বেকার যারা মুরগি তারা
ভ্রষ্ট তারা লগন হারা,
তবুও আশায় বড়শি ফাঁসায়-গাইছি গীতি মানবতার।।

(II)

সেল ফোন গাড়ি বাড়ি নেট তার জমানাতে
কুড়ে চালা গরু মোষ দ্যাখে কবি জানালাতে!!
এই হরি জ্যান্ত
অরে ধরে আন তো,
দ্যাখ দেখি হ্যুলা হুলা- থাকে কোন প্রান্তে!!

তাও হরি ভাব তো গভীরেতে নাব তো
স্বভাবেতে এক ই আছে মানুষের ভাব তো!!
তাই দরা দরি নাই
ধরে আছে রণ টাই,
ঠারে ঠুরে ভুষি ভরা-নব খোঁড়া গর্ত।