Sanjay Karmakar
· oSedsa5ydg1e4s7te: af3Y 3r4AmM20t
পঁচিশে বৈশাখ, এলো সেই শাখ,
সুর ও লহর মেতে
রবির সে কর, ভরলো ভুবন,
কাব্যের গিরিখাতে।
গগন তার ঐ, মাতলো সুধায়,
তার ঐ সাধনায়,
বাঁধন ছাড়া, বল্গা বিহীন,
তার সে দ্যোতনায়।
জাগলো স্বদেশ, স্বদেশীর ওই,
বন্দে মাতায় তার,
বাংলা মাতার, মানিক সে জন,
মোদের অহঙ্কার।
বিশ্বজনায় কোণায় কোণায়
বাজলো সে তার সুর,
সাগর জাগে, লহর সে তার,
রথ সে ছোটে দূর
প্রশান্তির ওই, শীতল সে ছায়,
বিশ্বে সে সুর লয়,
বিদ্দজনায় বিস্ময়ে চায়,
তার সে মহিমায়।
কবির কবি, বিশ্বকবি,
প্রণাম জানাই, স্তুতি;
তোমার সে পথ, বইছি খাতে
দোষ গুণ, লও ত্রুটি।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.