Sanjay Karmakar
Top contributor
·srtnSoodepiyalna20a4Ja9fr9ga9u0g1a48a:u29587m0ih53aca4t52 ·
ঝঞ্ঝা তুফান প্রলয় ঘাতক ধ্বংস তার ওই বার্তা বয়
দুর্দিনে দিন জীবন রথে সেই বাঁচে যে শান্ত রয়..............।।
শঙ্কা জড়া এই মেদিনী শ্বাপদ দু-পদ জাল বোনে
হিস হিস রব জিহ্বা ফেলায় অসাড়তার দিন ক্ষণে.........।।
স্নিগ্ধ তপা মোহন রূপী বিকার ছলে ফন্দি তার
ফলায় তার ওই জহর নিশি অহঃনিশি বইছে দাঁড়.........।
তমার দেশের তল্পিবাহক জ্যোৎস্না যেমন সুর তোলে
বিভায় সে তার সৌর কিরণ মাদল সে লয় করতলে........।
মাদল বাজে গগন তলে রক্ষ সে রাজ বৈরী বায়
সোহাগ সহায় দু কূল ভাসায়-গহীন তার ওই অন্তরায়।।
ঢল নামে বুক রক্ত ঝরে প্রহেলিকায় তার সে প্রীতি
শূন্য এ বুক মসির দেশে জাগছে তমার শঙ্কা ভীতি......।
আজ যদি না বুঝলি ওরে মরীচিকার মায়ার ছল
সে দিন অদূর নাই রে দূরে সরবে ভূতল পায়ের তল......।।
আয় রে আজি দাঁড় টেনে যাই সঠিক দিশা তার ঐ পানে
সৌম্যতার ওই সে পথ বেয়ে-দিব্য শুচি তার ওই পণে।।