Sanjay Karmakar
Top contributor
· ·
"বোধদয়"
হৃদ সে তো বোধদয় আকাশের চেয়ে উঁচু
নিম্নে সে ধায় যদি পাতালের চেয়ে নিচু!!
শশী তার আলো ছায়
সুখ কভু ব্যথা তায়,
আরশিতে মেলা ভারি-মন তারি আগু পিছু!!
"ইলিশ তো নয় কনক সে তো"
ইলিশ তো নয় কনক সে তো-ব্রাত্য আমার পাতে
হার হাভাতে জীবন আমার রক্ত বহে খাতে।।
খাচ্ছ খাও
গান ও গাও,
আমরা পথে পথেই রাজা-দিন কিবা রই রাতে!!
"জলাঞ্জলি"
তোমার আশার জলাঞ্জলি দিছি কবেই কবি
হিংসা দ্বেষে বড়াই করাই আজ আমাদের হবি।।
মহান তারা আজ আকাশে
আমরা নাই সেই সুবাসে,
থাকবো কেনই কও গো কবি-(চৌদিকে) সবই যে বেহিসাবি!!
"গেলাম শুলে"
এমনি করে চলতে গিয়ে
হারিয়ে গেছে ফিঙ্গে টিয়ে,
জাবর কাটি কিচ্ছা গুলি
আর পাইনে পিঠে পুলি।
ধন যা ছিল খুবলে খেলো
হারামখোরের নাতির হুলো,
আর যে হৃদয় উঠত নেচে
তেপান্তরে দিলই বেচে।।
সৎ সত্য মন্ত্র গিলে
সব শেষে ভাই গেলাম শুলে।।