বিষয় দিলে আজ এখানেই একটি বা দুটি কবিতা লিখবো ঠিক করেছি বিকাল ৫ টার সময়;-

ইচ্ছা হলে বিষয় দিয়ে যাবেন।

Sanjay Karmakar
ndopeStorsh8ifa2265h6u963th70f3mtt534f00a44ul46g33cm3153m1
m5  ·

বিকেল পাঁচটা জেগেছে আঁচ টা
নীলাঞ্জনার তরে,
ব্যাকুলতা গ্রাস করেছে হৃদয়
প্রেমের বাসনা প'রে।।
সুপ্ত যে বীজ বপনে এ প্রাণ
জাগিলো দুপাট কলি,
পরশে যাহার আলোকিত হৃদ
তার সে দোলায় দুলি।
দিন প্রতিদিন বিকেল যখন
পাঁচের প্রহর ছোঁয়-    
ব্যথায় পরাণ কেঁদে কেঁদে যায়
তমায় ঘনায় দোর...।।

একদা শিথান সিঁথির সিঁদুর
গোধূলিতে হতো লাল
অনুরাগে তার ঢলে যেত দিন
আঁচলেতে তার তল।।
মাধুরি তাহারি আজি হৃদে ধরি
পাঁচের প্রহর কাঁদে,
বিগলিত হৃদ সে ক্ষণ নিড়ায়ে
বিষসম অবসাদে।।

কর্কট ব্যাধি বেঁধেছিল তার
শিথান সিঁদুর প'রি
বিধাতা তাহার লাল গড়িমায়
সাধিতে সে সাধ তারি।।
সেদিন বিকেল পাঁচটা যখন
কাল এলো তল নেমে,
বিধাতা নিলো মোর, সাধের সে ধন
শিথান সিঁদুর প্রেমে।।