Sanjay Karmakar
4 days ago
  ·
হায় রে কবি কাঁদছো কেনই এর বেশি আর কিই বা পাবে
আমরা কলির কেষ্ট সবে কইলে বেশি সব হারাবে।।
যা আছে ধন জমা খাতায়
এক নিমেষে আমার পাতায়,
ফুস করে সব খালিই হবে-থানা পুলিশ লাভ কি হবে!!
ব্যথা!!
ব্যথা কোথায়!!(মোদের) হৃদ সাগরে-হিংসা প্রবণ বান
ব্যথার পিছে পড়লে ও ভাই পড়বে ধনে টান।।
ঘোর কলি ভাই চলছে আজি
এক হোতি দশ সবাই পাজি,
পাপের করি থোরাই কেয়ার ধনেই গড়ে মান!!
কাঁদছো তুমি!!
কবি ক্যামন কাঁদছো তুমি চর্তুদিকেই মৃত্যু ফাঁদ
গগনভেদী কান্না তোমার পারবে না কই আমায় রদ!!
দস্যু মোরা ছল আর বলে
তাই তো মোদের রাজটা চলে,
সবখানেতেই আমায় পাবে-(আমরা) সান্ত্রী রাজা সাংসদ।।
রক্ত চোষা জালিম মোরা-শঠ শঠতায় খল আর বদ।।
আমরা আছি থাকবো কবি!!
আমরা আছি থাকবো কবি মশক সকূল কাঁমড়াতে
ধর্ম নিয়ে আগুন জ্বেলে যতেক শঠের হামলাতে।।
বংশ মোদের বাড়বে বই
মশক নিধন যন্ত্র কই!!
বিষের গুলা যতই গুলাও কড়াই কিবা গামলাতে।।