Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
oeSprtodns5c3aughcm3f3h65687l219cathi7it3054tcl0tlgmmu5mu0fl ·

নিয়তি প্রীতি হায় রে একি!!ধরলি এমন বিরূপ পণ
রইতে জীবন কর্ম ফল ওই-হয় রে অমল প্রস্ফুটন।।
যে জন অরি বিষের তরী বাইতে চলে জীবন নদে
তথায় কি আর মিলন তিথি!!ফুটতে নারে কোকোনদে...।।
বিধির বিধান মৃত্যু জরা জন্ম তথায় সমর্পিত
আর যা জীবন দহন সহন কর্মে রে হয় নির্বাপিত।।
কর্মে গড়ে কর্মে ভাঙে এ পার ডাঙা জীবন তরী
ব্যর্থ প্রণয় প্রলয় তুফান সোহাগ প্রেমের আভায় তারি...।।
নাই রে বিধি বিধান তার ওই ভবলোকের লিপ্ত কালে
সঙ্গ যেমন সাজ ও তেমন-ভাঙবে শিশি ফেললে তলে।।
প্রেমের দিশায় বইলে তরী উন্মেষের-ওই ঐশী শিখায়
নাই রে ভাঙন ভগ্ন তার ওই-প্রহার বাড়ি নাই তথায়।।
আর নিয়তি তার ঐ প্রীতি বিবশতায় মগন হলে
প্রয়াস তথায় ডুববে সাগর আধেক তাহার বারির তলে।।
ব্যর্থ তথায় জীবন কাহন নিমজ্জনের সেই দেশে
বহ্নি দহন আর  হুতাশন নাইরে দিশা ক্লেদ আর ক্লেশে...।।
কেনই সে তল নিমজ্জনের চল রে উড়ি আকাশ পানে
দিক হতে দিক রঙ ছড়ায়ে উজ্জীবনের জীবন গানে।।

বিঃদ্রঃ লেখাটি আসরের শ্রদ্ধেয় কবি ড. শাহানরা মশিউর মহাশয়ার প্রতি উৎসর্গীকৃত।।