"কশাঘাতে প্রভা জ্বলে"
বরষার ঘন কালো মেঘে যবে ঢেকে যায়
চারিধার কুহেলিত কালো ছায়া মাখে তায়।
বিদ্যুতে কশাঘাতে
অশনি সে দিলে তাতে,
আলো পশে প্রভা তারি চারি ধার চমকায়।
কশাঘাতে প্রভা জ্বলে জীবনের পাদতলে
কুহেলিতে নাই ভয় দলো তারে অবহেলে।
বেলা গেলে বারি কিছু
প্রভা তারি পিছু পিছু,
জীবনের আঙিনায় হাসি মুখে পাল তুলে।
"গর্ব"
সেদিন পুরান আদিম মানব অস্ত্র পাথর তার
আজ মেদিনী গর্ব কতই-পরমাণুর ক্ষমতার।
ও কবি কই দুঃখ কিসের
আমরা বুলেট তপ্ত শিসের,
ধ্বংস মোদের আঙুল কানি-গরব মোদের জনতার।
"কি কও কবি
কি কও কবি মনের ছবি মানব তার ঐ দিন!!
মানবতার ছত্র ছায়েই নাচছি তাধিন ধিন।
ধিন তা ধিনা তাক ধিন তা
আতা গাছে তোতার ছা,
যুগটা যেমন তেমন চলি-ছল কপটেই বাজাই বীণ।
এই তো মোদের মানব কথা মানবতার ইতি
সুজোগ পেলেই আমরা মানুষ- আব্রু মোরা লুটি।
মানবতার মডেল মোরা
পিছন পানে মারতে ছোরা,
এ দেশ ও দেশ লুটতে মোরা সদাই সাজাই ঘুটি।
"বিচারের বাণী"
বিচারের বাণী কাঁদে চিরকাল নিভৃতে
এসেছি গো অবনিতে ছলে বলে কেড়ে নিতে।
বল যার ভূম তার
মহলেতে ঘুম তার,
আর যারা সত তারা পচে মরে তলানীতে!!