মহাবিশ্মে কত কিস্সে-কত প্রাণ আছে তাহে
কতটুকু জেনেছে বিশ্ব তাহার কবি জানে তার রাহে।
জাগতিক ভ্রম জীবন কাহন
প্রগলভ হৃদ ও তার মনন,
রতি কাম ক্রোধ, বিবশ তাহার-পঙ্ক সে তার মোহে।
আপনার হৃদে আপনি স্বরূপা আর কেহ নাহি সেথা
ব্যর্থ প্রণয় ছল ও কপট-দীন হীন সদা মানবতা।
রুধিরে প্রবল বাহিত উথল
ফেনা রাশি তারি ধুমায়িত জাল,
পলে পলে তল তাপিত ধরণী-গাহে ধ্বংসের কতকথা।
আপনার লাগি -যাহা কিছু মাগি জাগতিক মনোহরা
যাহা কিছু ধন করিতে আপন-সুখ মাগি পথ হারা!!
মহাকাল ধাম নিশ্চিত ধাম
বোঝে কী বোধে না লয় শ্মরণ,
সমীপে স্বরূপে কাল সে পরম-বোঝে নাই তারি মায়া।(ক্রমশঃ)
(যারা পূর্বের লেখা পাঠ করেন নাই তাই পূর্বের লেখা সমেত দ্বিতীয় পর্ব প্রকাশ দিলাম)