Sanjay Karmakar
Top contributor
  ·   ·
ভুতের স্কুলে পথের ভুলে!! বেশ তো কাহন লম্বা দাঁড়
কান্ড দেখে ভাবছি বসে-এ তো দেশের অহংকার!!
ভুতু পুতু বেম্ভদাদা-দাঁত উঁচু ওই ভুতের দেশে
সাধন যোগে গেলাম না হয় যাব নাতো জবর ফেঁসে!!
আর যদিনা ফিরতে পারি ফিরতি পথে পেত্নি ধরে
বেশ করে নেয় বুকেই টেনে হুমড়ি খেয়ে মুখের পরে!!
পারবো কি আর তার বরাবর মুকাবিলায় কুস্তি লড়ি
ভাবতে গেলেই শিউড়ে উঠি মন্ত্র রামের যপ করি।।
কিংবা যদি দিলই ভরে ভুতুর স্কুলে ভুল করে
নামতা ধরে তেরোর ঘরের বলতে বলে বেশ জোরে!!
বেম্ভদত্যি সাত সত্যি সাধ্য কি আর সামনে তার
থর থর থর কাঁপবে পাতো!!খাবোই বোধহয় জবর মার!!
ভুতের মারে জিন্দা কি আর প্রাণটা যদি গেলই উড়ে
ভুত হয়ে গাঁ চষবো কি ভাই-ভুতের দেশেই তারপরে!!