ভুলি নাই বীরগাথা
বীর সবে যারা
ভাষা তারে ভালোবেসে
দিল জীব তারা।
জীবনের প্রাতঃ কালে
জননীর পিঠে কোলে
কেহ কি গো পারে তারে
আঁধারেতে দিতে ঠেলে!!
পারে নাই কান্ডারী
বাংলার বীর ভূমে
তারি স্মৃতি অবলোকে
চরণেতে যাই চুমে।
সহস্র আলোকেতে
আলোকিত ধরণীমা
কত ঋণ স্কন্ধেতে
আছে কত শত জমা;
পারি কিগো দৌলতে!!
গান গায় বাউলেতে,
পারি নাই।
পারি নাই পাড়ি দিতে, সৈকতে
দাম দিতে, দাম দিতে,
দাম দিতে।