Sanjay Karmakar
Top contributor
· ·
ভোলে বাবা বেশ তো ভালো স্বর্গে যাবার পথ দেখায়
ফুস করে লোক উড়তে চলে-সেই পথে ওই বিন পাখায়।।
আসছে বছর আমিও যাবো
স্বর্গ ধামের পথ তো পাবো,
ক্যান যে লোকে কয় যে এমন!! ভর আসরে কালির রেখায়!!
জয় বাবাজী আমিও রাজি
স্বর্গ রথে চাপতে চাই,
শর্টকাটে ফুস হটাৎ করেই
(যেন) তোমার দয়ার দানটি পাই!!
আসছে বছর আবার এসো
হাথরাসের ওই ময়দানে,
ছাড়বো কি আর সেই সুজোগ -
ছুটবো সেথায় যমের টানে!!
তুমিই বাবা তুমিই ভোলা
আর তো কেহ আপন নাই,
ধর্ম সে তার মর্ম তুমি
তোমার বিনে রাস্তা কই!!
কৈকেয়ীর ওই এক তুড়িতে
যেমন ভরত হলো রাজা,
তেমনি তুমি আমায় তোল
স্বর্গ রথের ডঙ্কা বাজায়!!