Sanjay Karmakar
tnSpdresoofhm2h1h7ag318332l1m0l158m34c4f9f2h1lm81443087400..
দিনবদলের পালা-
সোহাগ মাখা গলা, কই!!
খল শকুনের দৃষ্টি ক্রুর
পাচ্ছে প্রকাশ হচ্ছে বড়
ধরছে বোয়াল রুই!!
পুঁটি মাছের পরাণ কাঁদে
খাঁচ্ছে হোঁচট পদে পদে
বাড়ছে বিপদ দিনে দিনেই
স্বপ্ন উড়ো খই-
বৃন্দাবনায় নমঃ
(সম্পূর্ণ কবিটাটি নিচে দিলাম)
ভবিষ্যৎ এর ভীতি
বাজ দিয়েছে হানা পশ্চিমের ওই গানা,
সুরুত করে ঢুকে গিয়েই-
ধরছে বাতিক নানা।।
অনেক চোখের জল
চলবে এবার ঢল;
কয়টা দিনেই বাঁধছে দানা করবি কি আর বল।।
উলট পুরান গাইছে তারা গীতি
স্বদেশ ছেড়ে বিদেশ তার ওই প্রীতি!!
কালোয় ঘনায় আকাশ তারার দেশ
(জাগছে) ভবিষ্যৎ এর
ভীতি।।
দিনবদলের পালা-
সোহাগ মাখা গলা, কই!!
খল শকুনের দৃষ্টি ক্রুর
পাচ্ছে প্রকাশ হচ্ছে বড়
ধরছে বোয়াল রুই!!
পুঁটি মাছের পরাণ কাঁদে
খাঁচ্ছে হোঁচট পদে পদে
বাড়ছে বিপদ দিনে দিনেই
স্বপ্ন উড়ো খই-
বৃন্দাবনায় নমঃ