Sanjay Karmakar
Top contributor
· ·
ভারতমাতা
- সঞ্জয় কর্মকার, বৈদূর্য কবি
গর্বে ভরা মোর জীবন ইতিহাসে প্রতিটি পাতা,
গর্বিত হয় বুক উজ্জ্বল হয় মুখ-ভারত আমার মাতা।
নিঃশ্বাস নেই তোমার এ বাতাস উদার
হিংসা ভুলে যাই নিমেষে মিলে শান্তির দ্বার।
সোনার ফসল তোমার সোনার ক্ষেত-
মিলেমিশে কাজ করি মোরা-ভুলি হিংসা ও দ্বেষ।
তোমার আকাশ বাতাসে শুনি-উদারতা শান্তির বাণী-
বুকে ধরে আছো কত-সাম্যতা ও মৈত্রীর-কাহিনী।
সাহসী করেছো তুমি তো মোদের-বীর প্রিয় সন্তান সবে-
সাহস ও ন্যায়ের কাহিনী তাদের-চিরকাল বুকে গাঁথা রবে।
গর্বিত হই সদা -তোমার সন্তান আমি একজনা-
সাম্যতা ও মৈত্রীর বীজ-তাই মোর রক্তে-রয়েছে বোনা।
তোমার আকাশ বাতাস দিয়েছে-প্রেম ভালবাসা প্রীতি-
নদী গাম্ভীর্য-সাগর দিয়েছে-মৈত্রী-
অন্ন দিয়েছে সোনার ক্ষেত-আনন্দে বেঁচে রই-
বহুধর্ম বহুভাষাভাষী নরনারী মোরা-শান্তিতে কথা কই।
মহামিলনের দেশ কৃপাসিন্ধু-ভারত আমার মাতা
গর্বিত হয় বুক -উজ্জ্বল হয় মুখ-
লিখিত হবে যে এদেশেই-মোর জীবনকথা।
উপরিউক্ত আমার লেখা কবিতাটির আমার করা অনুবাদ
Every page in the history of my life full of pride,
I feel proud my face turn bright - when I think India is my mother.
I breathe the generous air of my homeland
and in a blink of an eye
I forget the violence and find the door to peace to comand .
Golden harvest your golden field-
I forget hatred I work together to collect yield.
I hear the sound of tranquillity in your sky and in the wind
there in your chest you are holding so many stories of equality and friendship
which your great sons are built.
You made me brave by inspiration to your brave son
the story of their courage and justice will forever be in my heart and
never be gone.
I always proud - as I am Indian-
so seeds of equality and friendship in my blood are woven.
Your sky and the wind gave me- the love and love -
the river the solemnity - the sea - friendship, that I have.
Your golden field gave me the food - to live in joy
a multi-religious, multi-lingual speaker nation,
all they live in peace and the life they enjoy.
The land that generous as an ocean the land of great harmony -
India is my mother-
I feel proud my face turn bright - when I think my life story
will be written in this country altogether.