Sanjay Karmakar
Top Contributor
· 17m ·
ভারতবর্ষ আর্যের দেশ
সনাতনী হৃদ মনে
প্রীতির বাঁধনে রই মোরা সবে
হৃদয়ে হৃদয় সমর্পণে।
হেথায় উদার আকাশ বাতাস
হিংসার নাই স্থান-
বহু ধর্ম ভাষাভাষী নরনারী গাহি মোরা-
সর্ব ধর্ম সমন্বয়ের
গান।
হেথায় আর্য হেথা অনার্য
হেথায় হিন্দু মুসলমান,
মুদ্রা সে এক এপিঠ ওপিঠ
সকলের সম সম মান।
ভারতবর্ষ নর নারায়ণ রূপী
ব্রহ্মা বিষ্ণুর দেশ-
শ্রীরাম হনুমান তথা কৃষ্ণ রাধিকা
কুন্তলে উড়িছে
কেশ।
ভারতবর্ষ আর্যের দেশ
সনাতনী হৃদ মনে
প্রীতির বাঁধনে রই মোরা সবে
হৃদয়ে হৃদয়
সমর্পণে।
স্নিগ্ধ হেথায় মিলন সাগর
ঊর্মিমালায় তার-
গঙ্গা যমুনা তিস্তা কাবেরী এ দেশ
অমরাবতীর দ্বার।
পাপ ধুয়ে যায় নীর গঙ্গা মোদের মাতা-
তীর্থের দেশ বদ্রী কেদার,
এ দেশ ধর্মের
কতকথা।
ভারতবর্ষ শক্তির দেশ
শত সূর্যের তাপিত হৃদে,
ভারতবর্ষ সাম্যের দেশ
মানবতা ন্যায় প্রতি
পদে পদে।
ভারতবর্ষ আর্যের দেশ
সনাতনী হৃদ মনে
প্রীতির বাঁধনে রই মোরা সবে
হৃদয়ে হৃদয়
সমর্পণে।